ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 186

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ায় সাপের কামড়ে যমুনা বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যমুনা বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের দশ কাহিনীয়া গ্রামের মৃত সনীর বিশ্বাসের স্ত্রী।

পরিবারের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘুমের মধ্যে যমুনা বিশ্বাসকে সাপে কামড় দেয়। পরে শরীর খারাপ অনুভব করলে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকেন। বিষয়টি বুঝতে পেরে রাতেই স্থানীয় এক ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু এতে অবস্থার আরও অবনতি ঘটে। পরে সকালে দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাপের কামড়ে যমুনা বিশ্বাস নামের এক বৃদ্ধা মারা গেছেন। তবে প্রকৃতপক্ষে সাপের কামড়েই মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুষ্টিয়ায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কুষ্টিয়ায় সাপের কামড়ে যমুনা বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যমুনা বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের দশ কাহিনীয়া গ্রামের মৃত সনীর বিশ্বাসের স্ত্রী।

পরিবারের বরাতে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঘুমের মধ্যে যমুনা বিশ্বাসকে সাপে কামড় দেয়। পরে শরীর খারাপ অনুভব করলে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকেন। বিষয়টি বুঝতে পেরে রাতেই স্থানীয় এক ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু এতে অবস্থার আরও অবনতি ঘটে। পরে সকালে দ্রুত তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সাপের কামড়ে যমুনা বিশ্বাস নামের এক বৃদ্ধা মারা গেছেন। তবে প্রকৃতপক্ষে সাপের কামড়েই মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।