কুষ্টিয়ায় কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 126
কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে মধ্যরাতে লুবাব হোসেন (২০) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে শহরের কালিশংকরপুর এলাকার বাঁধন ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।
লুবাব কুষ্টিয়ার বেসরকারি দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে। তিনি শফিউল ইসলামের ছেলে।
নিহতের রুমমেট অনিক জানান, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে লুবাব অস্বাভাবিকভাবে চিৎকার করতে থাকলে তার ঘুম ভেঙে যায়। সে লুবাবকে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে দেখে ভয় পেয়ে ছাত্রাবাসের অন্যদের ডাক দেয়। এরপর সবাই মিলে মাথায় পানি ঢালার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, চিকিৎসা নথিতে সায়ানোসড বডি লেখা হয়েছে, যার অর্থ বিষক্রিয়াজনিত, যা মাদকের প্রভাবে ঘটতে পারে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিক তদন্তে অন্য কোনো আলামতও মেলেনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, মাদক সংশ্লিষ্ট বিষক্রিয়াই মৃত্যুর কারণ হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


































