শিরোনাম
কুষ্টিয়াতে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
- সর্বশেষ আপডেট ০৬:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 123
কুষ্টিয়ার কুমারখালীতে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম অনিতা মন্ডল (৪৫)। তিনি একই এলাকার সাধু চরণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে গরুর খাবারের জন্য অনিতা মন্ডল মেশিনে ঘাস কাটতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
২০২৫ অনিতা মন্ডল কুমারখালী কুষ্টিয়া কৃষি শ্রমিক দুর্ঘটনা ঘাস কাটার মেশিন দুর্ঘটনা থানা খবর দরবেশপুর গ্রাম নারী নিহত পরিবার হস্তান্তর বিদ্যুতায়িত মৃত্যু বিদ্যুৎ দুর্ঘটনা মেশিন দুর্ঘটনা স্থানীয় খবর স্বাস্থ্য কমপ্লেক্স
































