কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 113
কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে তিনি কোন বিভাগে পড়েন, তা জানা যায়নি।
শনিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার অভিযোগে কিছু ভিডিও পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অনলাইনে ওই শিক্ষার্থীর শাস্তি দাবি করতে থাকে।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে একদল স্থানীয় ছাত্র-জনতা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালের নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
































