কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা
- সর্বশেষ আপডেট ১২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / 98
উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। বুধবার (২৪ ডিসেম্বর) এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা না মেলায় এবং দ্রুত তাপমাত্রা কমতে থাকায় চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অথচ গতকাল ২৩ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি কমে যাওয়ায় শীতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ থেকে ৯৭ শতাংশ।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। হাড়কাঁপানো ঠান্ডার কারণে তারা সময়মতো কাজে বের হতে পারছেন না।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে শীতের মাত্রা বেড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
































