শিরোনাম
কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন ভেসে এসেছে
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা
- সর্বশেষ আপডেট ০৮:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 132
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে শনিবার (২০ সেপ্টেম্বর) ১০ ফুট লম্বা একটি ইরবতি ডলফিন ভেসে এসেছে। মৃত ডলফিনের মাথা ও শরীরে ক্ষত এবং চামড়া উঠে গেছে।
কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাস প্রথমে ডলফিনটি দেখতে পান। পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভা যৌথভাবে ডলফিনটি মাটিতে চাপা দিয়ে সংরক্ষণ করেন।
উপরা’র যুগ্ম আহবায়ক আবুল হোসেন রাজু বলেন, এটি সম্ভবত সকালের জোয়ারে ভেসে এসেছে। রুমান ইমতিয়াজ তুষার জানান, চলতি বছরে উপকূলীয় এলাকায় মোট ১০টি ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে। তারা উর্ধতন কর্তৃপক্ষকে এই মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার আবেদন করেছেন।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, উপরা সদস্যদের সহায়তায় দ্রুত মাটিচাপার ব্যবস্থা করা হয়েছে যাতে দুর্গন্ধ না ছড়ায়।































