কুয়াকাটা সমুদ্রসৈকত পরিদর্শনে ভূমি ও খাদ্য উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৯:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 289
পটুয়াখালী জেলা সফরের অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্রসৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটন পার্ক হলরুমে স্থানীয় সরকারি খাস জমি সংক্রান্ত বাস্তবচিত্র এবং সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক এবং ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের পটুয়াখালী ও আশেপাশের জেলার কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
আলোচনা শেষে বৈরী আবহাওয়ার মধ্যেও উপদেষ্টা কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে দেখেন এবং পরে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। জানা গেছে, তার এ পরিদর্শনের মাধ্যমে কুয়াকাটাসহ পুরো পটুয়াখালী জেলায় খাস জমি ব্যবস্থাপনায় সরকারের একটি টেকসই পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়িত হলে জনকল্যাণমূলক সেবা আরও সম্প্রসারিত হবে।
এর আগে তিনি পটুয়াখালী হয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছান।


































