কুয়াকাটা সৈকত রক্ষায় মানববন্ধন
- সর্বশেষ আপডেট ০৪:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 353
উত্তাল সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকত রক্ষায় সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ইতোমধ্যে বিলীন হয়ে যাচ্ছে সৈকতের সৌন্দর্য, বিভিন্ন স্থাপনা, সৈকত রাস্তাসহ বিভিন্ন স্পট।
এই সমুদ্র সৈকত রক্ষায় শনিবার (২৬ জুলাই) সকালে “কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে সৈকতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে হাজারো মানুষ।
তারা জানায়, কুয়াকাটাকে নিয়ে উদাসীন বীচ ম্যানেজমেন্ট কমিটি, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মানববন্ধনে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক),কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা বয়েস ক্লাব, কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সুহৃদ সমাবেশ, কুয়াকাটা ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সহ স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অব্যাহতভাবে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হওয়ার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে, যা কুয়াকাটার পর্যটন অর্থনীতির জন্য হুমকি। তারা দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ দাবিতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ – একে রক্ষা করা সবার দায়িত্ব।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, কুয়াকাটা নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই, সরকার উদাসীন। সরকারের বিভিন্ন মহলের নিজেদের গাফেলতির কারনে আজকে আমরা এই ক্ষতিরমুখে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই সৈকতকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহন করেন।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা উপ সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন জানান, আজকে সৈকতে ভাঙ্গনের ফলে বিভিন্ন স্থান থেকে ভাঙ্গন দেখা দিয়েছে তাই আমরা অতিদ্রুত আজকেই জিও টিউব দিয়ে প্রটেকশনের ব্যবস্থা করবো।



































