কুমিল্লায় একই পরিবারের ৪জন নিহতের ঘটনায় হানিফ বাস জব্দ
- সর্বশেষ আপডেট ০৫:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 109
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দায়ী হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকায় একটি মাঠ থেকে বাসটি উদ্ধার করা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে বাসটি উল্টো পথে চলছিল। এর ফলেই সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে এবং প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, জব্দকৃত বাসের চালক ও সহকারীকে এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহত ওমর আলীর ভাই আবুল কালাম ওই রাতেই সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। মামলায় কাভার্ডভ্যান ও হানিফ পরিবহনের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।































