কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত
- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 30
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (১১ জানুয়ারি) ইসির আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদালতে ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। শুনানি শেষে আইনজীবীরা জানান, চেম্বার আদালতের আদেশে কুমিল্লা-১ আসনে মেঘনা ও দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকছে।
এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনসংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে এনে মেঘনা ও হোমনা উপজেলা অন্তর্ভুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়।































