কুড়িগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ১১:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / 117
কুড়িগ্রামে সেনাবাহিনীর উদ্যোগে দুইদিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের একটি ইউনিটের আয়োজনে সেমিনারের দ্বিতীয় দিন বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
সেমিনারে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ১,৩০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম শ্রেণির গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে অনুপ্রাণিত করে নির্দেশনা দেওয়া হয়।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনা খরচে যোগ্যতার ভিত্তিতে সেনাবাহিনীতে কীভাবে ভর্তি হওয়া যায়—তা জানতে পেরে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা পেয়ে তারা আরও বেশি আগ্রহী হয়ে ওঠে।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “এই সেমিনারের মাধ্যমে পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ভবিষ্যতে তারা দেশসেবায় এগিয়ে আসবে বলেই আমরা বিশ্বাস করি।”


































