কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- সর্বশেষ আপডেট ০৮:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 127
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আসন্ন এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। আমি চাইব, যদি আপনারা খবরটি প্রচার করতে চান, আমি এর জন্য প্রস্তুত।’ এশিয়ার উদ্দেশ্যে যাত্রার আগে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ইতিহাস সৃষ্টি করেছিলেন- তিনি ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। ২০১৯ সালে তারা শেষবার হাত মেলান।
এই সফরে মালয়েশিয়া ও জাপান অন্তর্ভুক্ত থাকবে, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরটি এমন সময়ে হচ্ছে, যখন ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের কারণে বাণিজ্য আলোচনার নতুন অধ্যায় শুরু হয়েছে।
উত্তর কোরিয়া-একটি গোপনীয়, কমিউনিস্ট ও স্বৈরাচারী রাষ্ট্র-এর পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা মোকাবিলায় ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ছিল অপ্রচলিত। প্রথমদিকে তিনি কিমকে ব্যঙ্গ করে “লিটল রকেট ম্যান” বলে ডাকতেন।
ট্রাম্প ও কিম মুখোমুখি সাক্ষাৎ করেছেন তিনবার, তার প্রেসিডেন্ট থাকাকালে। কিন্তু তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি। এরপর থেকে উত্তর কোরিয়া একাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে প্রতিবেশী দেশগুলো জানিয়েছে।
উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় তারা একধরনের পারমাণবিক শক্তি… তাদের অনেক পারমাণবিক অস্ত্র আছে, এটা আমি বলব।”
কিম জং উন বলেছেন, ‘‘তিনি আবারও ট্রাম্পের সঙ্গে দেখা করতে রাজি, যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগের “অযৌক্তিক” দাবিটি বাদ দেয়।’’
































