কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার ৭৩তম জন্মদিন
- সর্বশেষ আপডেট ০৭:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 99
উপমহাদেশের সঙ্গীতজগতের কিংবদন্তি রুনা লায়লার ৭৩তম জন্মদিন আজ। ১৯৫২ সালের এই দিনে সিলেটে জন্ম নেওয়া রুনা লায়লা গত ছয় দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠের মাধুর্যে দেশ-বিদেশের কোটি মানুষকে মুগ্ধ করে চলেছেন।
মাত্র আড়াই বছর বয়সে গান শেখা শুরু করেন তিনি। ছয় বছর বয়সে প্রথম মঞ্চে গান পরিবেশন করেন এবং ১৯৫৪ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রথম কণ্ঠ দেন। ছোটবেলা থেকেই তার সুরভরা কণ্ঠ শ্রোতা ও সঙ্গীতজ্ঞদের নজর কাড়ে।
রুনা লায়লা শুধুমাত্র বাংলাদেশের নয়, উপমহাদেশের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী। তিনি বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, ইংরেজি, স্প্যানিশসহ ১৮টির বেশি ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানের চলচ্চিত্র শিল্পেও তার কণ্ঠ সমান জনপ্রিয়।
‘সাধের লাউ’, ‘দাও আমাকে দাও’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’সহ অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে রুনা লায়লা সঙ্গীতের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তার গান প্রাণের টান, সুরের বিশুদ্ধতা ও আবেগের গভীরতায় সমৃদ্ধ।
অসামান্য অবদানের জন্য তিনি একাধিকবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। রুনা লায়লার সঙ্গীত উপমহাদেশের সঙ্গীত ইতিহাসে এক চিরন্তন ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়।
দর্শক শ্রোতারা ৭৩তম জন্মদিনে এই কিংবদন্তি শিল্পীর জন্য রইল শুভকামনা জানিয়েছেন। ভক্তরা আশা করেন, তিনি আরও সুস্থ থাকবেন এবং আরও গান উপহার দেবেন।

































