ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালুরঘাটে নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 689

কালুরঘাটে নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ভয়াবহ এক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি নিয়ম না মেনে দ্রুতগতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। ওই সময় সেতুর উপর একটি সিএনজি অটোরিকশা যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায় এবং এর ফলে যানজট তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি সেতুতে উঠে সামনে থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন, যাদের মধ্যে একজন শিশু। আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বোয়ালখালী থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের
নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের

গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ট্রেনকে সেতুর পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত পাওয়ার পর সেতুতে উঠার কথা থাকলেও চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে সেতুতে প্রবেশ করেন। সেই সময় সেতুর অপর দিক থেকে আসা যানবাহনেরও চাপ ছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ট্রেনচালকের দায়িত্বে গাফিলতি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কালুরঘাটে নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের

সর্বশেষ আপডেট ০৬:১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ভয়াবহ এক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলার পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি নিয়ম না মেনে দ্রুতগতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। ওই সময় সেতুর উপর একটি সিএনজি অটোরিকশা যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায় এবং এর ফলে যানজট তৈরি হয়। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি সেতুতে উঠে সামনে থাকা সিএনজি, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন, যাদের মধ্যে একজন শিশু। আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, বোয়ালখালী থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের
নিয়ম ভেঙে ট্রেন ওঠায় প্রাণ গেল ৩ জনের

গুমদণ্ডী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, নিয়ম অনুযায়ী ট্রেনকে সেতুর পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত পাওয়ার পর সেতুতে উঠার কথা থাকলেও চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে সেতুতে প্রবেশ করেন। সেই সময় সেতুর অপর দিক থেকে আসা যানবাহনেরও চাপ ছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ট্রেনচালকের দায়িত্বে গাফিলতি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।