কার্টেল ও কৃত্রিম দর ঠেকাতে নতুন আইপিও বিধিমালা চূড়ান্ত
- সর্বশেষ আপডেট ০৪:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 46
বাজারনির্ভর ও স্বচ্ছ আইপিও নিশ্চিত করতে নতুন পাবলিক ইস্যু বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের লক্ষ্য, কার্টেল গঠন, কৃত্রিম দর প্রস্তাব ও প্রাইস ম্যানিপুলেশন রোধ করা এবং ফিক্সড প্রাইস নির্ভরতা থেকে বেরিয়ে আসা।
বুধবার (১৪ জানুয়ারী) বিএসইসির সংবাদ সম্মেলনে পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, নতুন বিধিমালায় কৃত্রিম দর, বাজার বিভ্রান্তি ও সক্ষমতার বাইরে দর প্রস্তাব নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য ছয়টি শর্ত আরোপ করা হয়েছে, লঙ্ঘন করলে শাস্তির বিধানও থাকবে।
আইপিওর দাম নির্ধারণে ইন্ডিকেটিভ প্রাইসকে আরও স্বচ্ছ করা হয়েছে। ইস্যুয়ার ও ম্যানেজারের কাছে প্রমাণ করার দায়িত্ব থাকবে যে প্রস্তাবিত দামে শেয়ার কেনার সক্ষমতা ও বিনিয়োগকারীদের আগ্রহ যথাযথ। অতীতের ফিক্সড প্রাইস পদ্ধতি থেকে বের হয়ে প্রকৃত বুক বিল্ডিংয়ের দিকে ধাপে ধাপে যাওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, নতুন বিধিমালা চূড়ান্ত করতে ১৭০টির বেশি মতামত ও বিশ্লেষণ গ্রহণ করা হয়েছে, যা স্টেকহোল্ডারদের পরামর্শের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএসইসি আশা করছে, এই সংস্কার বাজারনির্ভর, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য আইপিও প্রক্রিয়া নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক হাসান মাহমুদ, অতিরিক্ত পরিচালক লুৎফুল কবির, যুগ্ম পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম উপস্থিত ছিলেন।





































