শিরোনাম
কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 73
রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় রবিবার রাত সাড়ে ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
অভিযানকালে তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণের ঘটনা কলাবাগান থানার সীমার মধ্যে ঘটেছে। তবে কলাবাগান থানা জানিয়েছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানার এলাকা অন্তর্ভুক্ত।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তে দেখা গেছে, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।
































