ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কারও উস্কানিতে পা দেওয়া যাবে না : মামুনুল হক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 11

ঢাকা-১৩ আসনের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের সংসদ প্রার্থী আল্লামা মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনে সব ধরনের কার্যক্রম আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে শান্তিপূর্ণ ও সহনশীলভাবে পরিচালনা করব।

তিনি সতর্ক করে বলেন, রিকশা মার্কার গণজোয়ার দেখে কিছু লোক উস্কানি দিতে পারে এবং আমাদেরকে সীমা অতিক্রম করতে প্ররোচিত করতে চাইবে, কিন্তু আমরা দায়িত্বশীলভাবে কারও প্ররোচনায় পদক্ষেপ নেব না।

শুক্রবার জুমার নামাজের পর মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত একটি বিশাল মিছিল হয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশের ভালোবাসা পোষণ করি। দেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা খুবই জরুরি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে কাজ চালিয়ে যাব। আমাদের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করলে, তারা ভুল করবে।”

এলাকার ঐক্য ও বহিরাগত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, “মোহাম্মদপুর আজ দল-মত নির্বিশেষে একত্রিত। এই এলাকার মানুষ ভাড়াটিয়া নয়, নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায়। যদি আমাদের এই একতাবদ্ধতা কারও মাথাব্যথার কারণ হয়, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই।”

প্রতিদ্বন্দ্বীদের উস্কানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “অনেকে বাইরে থেকে এসে গোলযোগ তৈরি করতে চাইবে। ১২ জানুয়ারি পর্যন্ত তারা মোহাম্মদপুরের অতিথি। গন্ডগোল চেষ্টা করলেও আমরা অতিথি হিসেবে তাদের সঙ্গে সখ্য বজায় রাখব, চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করব।”

পথসভায় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ রিকশা মার্কার স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন। বক্তৃতার শেষভাগে মাওলানা মামুনুল হক শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারও উস্কানিতে পা দেওয়া যাবে না : মামুনুল হক

সর্বশেষ আপডেট ০৮:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ঢাকা-১৩ আসনের ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের সংসদ প্রার্থী আল্লামা মাওলানা মামুনুল হক বলেছেন, নির্বাচনে সব ধরনের কার্যক্রম আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে শান্তিপূর্ণ ও সহনশীলভাবে পরিচালনা করব।

তিনি সতর্ক করে বলেন, রিকশা মার্কার গণজোয়ার দেখে কিছু লোক উস্কানি দিতে পারে এবং আমাদেরকে সীমা অতিক্রম করতে প্ররোচিত করতে চাইবে, কিন্তু আমরা দায়িত্বশীলভাবে কারও প্ররোচনায় পদক্ষেপ নেব না।

শুক্রবার জুমার নামাজের পর মাওলানা মামুনুল হকের নেতৃত্বে শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত একটি বিশাল মিছিল হয়। মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশের ভালোবাসা পোষণ করি। দেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা খুবই জরুরি। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে কাজ চালিয়ে যাব। আমাদের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করলে, তারা ভুল করবে।”

এলাকার ঐক্য ও বহিরাগত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, “মোহাম্মদপুর আজ দল-মত নির্বিশেষে একত্রিত। এই এলাকার মানুষ ভাড়াটিয়া নয়, নিজেদের মধ্য থেকে প্রতিনিধি চায়। যদি আমাদের এই একতাবদ্ধতা কারও মাথাব্যথার কারণ হয়, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই।”

প্রতিদ্বন্দ্বীদের উস্কানির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “অনেকে বাইরে থেকে এসে গোলযোগ তৈরি করতে চাইবে। ১২ জানুয়ারি পর্যন্ত তারা মোহাম্মদপুরের অতিথি। গন্ডগোল চেষ্টা করলেও আমরা অতিথি হিসেবে তাদের সঙ্গে সখ্য বজায় রাখব, চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করব।”

পথসভায় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ রিকশা মার্কার স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন। বক্তৃতার শেষভাগে মাওলানা মামুনুল হক শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।