শিরোনাম
কাপ্তাই হ্রদে পানির চাপে ১৬ গেট খোলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
- সর্বশেষ আপডেট ০২:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 108
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় পানি নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) রাত ১২টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, হ্রদের পানির স্তর বিপৎসীমা ১০৮ ফুট ছাড়িয়ে গেছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৬টি জলকপাট আংশিকভাবে খোলা হয়েছে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যেগুলো দিয়ে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নামছে।
এই অতিরিক্ত পানির প্রবাহের ফলে কাপ্তাই হ্রদের আশপাশের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু জায়গা প্লাবিতও হয়েছে বলে জানা গেছে।


































