কাজে ফিরলেন নুসরাত ফারিয়া
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / 156
এক মাস পর কাজে ফিরলেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরে ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান এবং কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।
কারামুক্তির এক মাস পর আবারও কাজে ফিরেছেন ফারিয়া। বুধবার (১৮ জুন) তিনি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘১ মাস পর…।’ ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি স্টুডিওতে ডাবিং করছেন এবং চেনা হাসিতে ভরা প্রাণবন্ত ভঙ্গিমায় রয়েছেন।
ছবিগুলোতে কমেন্ট করেছেন বহু ভক্ত। কেউ লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও, কিন্তু শিক্ষাগুলো মনে রেখো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ফেরার অপেক্ষায় ছিলাম, ভালোবাসা রইল।’
উল্লেখ্য, আরজে হিসেবে কর্মজীবন শুরু করা নুসরাত ফারিয়া উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর থেকে তিনি হয়ে ওঠেন ঢালিউডের আলোচিত মুখ।
































