ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 54

কলাপাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি জমির উর্বর টপ সয়েল অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক্সাভেটর ড্রাইভারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানা না দিলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার রজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। অভিযানে কৃষি জমির মাটি কেটে এক্সাভেটরের মাধ্যমে ইটভাটায় পরিবহনের সময় মিরাজ মাহমুদ (২৮) নামের এক্সাভেটর চালককে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা আরোপ করেন। জরিমানার টাকা না দিলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কৃষি জমির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলাপাড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা

সর্বশেষ আপডেট ০৯:২৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি জমির উর্বর টপ সয়েল অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক্সাভেটর ড্রাইভারকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। জরিমানা না দিলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার রজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। অভিযানে কৃষি জমির মাটি কেটে এক্সাভেটরের মাধ্যমে ইটভাটায় পরিবহনের সময় মিরাজ মাহমুদ (২৮) নামের এক্সাভেটর চালককে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা জরিমানা আরোপ করেন। জরিমানার টাকা না দিলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কৃষি জমির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।