ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বো টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 795

কলম্বো টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

গলের প্রথম টেস্টে সাহসী লড়াই করে ড্র করা বাংলাদেশ এখন চোখ রাখছে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে, যা অনুষ্ঠিত হবে কলম্বোতে। এই ম্যাচ ঘিরে একাদশ নির্বাচন নিয়ে চলছে আলোচনা, কারণ দলে ফিরেছেন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তার অন্তর্ভুক্তির জন্য কাকে বাইরে রাখা হবে—তা এখন বড় প্রশ্ন।

প্রথম টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারেননি মিরাজ। তবে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে স্কোয়াডে ফিরেছেন তিনি। দলের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানিয়ে দিয়েছেন কোচ ফিল সিমন্স। তিনি বলেন, “মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার ফেরায় আমরা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শক্তিশালী হবো।”

মিরাজের ফেরার কারণে জায়গা হারাতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে ওপেনার এনামুল হক বিজয় প্রথম ম্যাচে ব্যর্থ হলেও কোচ তাকে আরেকটি সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সাদমান ইসলামকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ফলে ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

প্রথম টেস্টে খেললেও পেসার নাহিদ রানা বড় কোনো প্রভাব ফেলতে পারেননি। তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ এবাদত হোসেন, বিশেষ করে যদি উইকেটে পেসারদের জন্য সহায়ক পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে তিন পেসার খেলানোর কৌশলও বিবেচনায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।

কোচ সিমন্স জানিয়েছেন, উইকেট কন্ডিশন দেখে চূড়ান্ত একাদশ ঠিক করা হবে—“তিন পেসার না তিন স্পিনার, সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেব।”

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, বুধবার, বাংলাদেশ সময় সকাল ১০:৩০টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

মিরাজের ফেরা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। প্রথম ম্যাচের সাহসী পারফরম্যান্সের পর বাংলাদেশ এবার চোখ রাখছে সিরিজ জয়ে। তবে সেটি সম্ভব হবে সঠিক কম্বিনেশন, ফোকাস এবং আগ্রাসী মনোভাব ধরে রাখতে পারলে।

সম্ভাব্য একাদশ:

এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন / নাহিদ রানা, হাসান মাহমুদ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলম্বো টেস্টে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সর্বশেষ আপডেট ১০:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

গলের প্রথম টেস্টে সাহসী লড়াই করে ড্র করা বাংলাদেশ এখন চোখ রাখছে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে, যা অনুষ্ঠিত হবে কলম্বোতে। এই ম্যাচ ঘিরে একাদশ নির্বাচন নিয়ে চলছে আলোচনা, কারণ দলে ফিরেছেন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তার অন্তর্ভুক্তির জন্য কাকে বাইরে রাখা হবে—তা এখন বড় প্রশ্ন।

প্রথম টেস্টে অসুস্থতার কারণে খেলতে পারেননি মিরাজ। তবে দ্বিতীয় টেস্টের আগে সুস্থ হয়ে স্কোয়াডে ফিরেছেন তিনি। দলের ভারসাম্য রক্ষায় তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা জানিয়ে দিয়েছেন কোচ ফিল সিমন্স। তিনি বলেন, “মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার ফেরায় আমরা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শক্তিশালী হবো।”

মিরাজের ফেরার কারণে জায়গা হারাতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে ওপেনার এনামুল হক বিজয় প্রথম ম্যাচে ব্যর্থ হলেও কোচ তাকে আরেকটি সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সাদমান ইসলামকেও ওপেনিংয়ে দেখা যেতে পারে। ফলে ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

প্রথম টেস্টে খেললেও পেসার নাহিদ রানা বড় কোনো প্রভাব ফেলতে পারেননি। তার পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ এবাদত হোসেন, বিশেষ করে যদি উইকেটে পেসারদের জন্য সহায়ক পরিস্থিতি থাকে। সেক্ষেত্রে তিন পেসার খেলানোর কৌশলও বিবেচনায় রয়েছে টিম ম্যানেজমেন্টের।

কোচ সিমন্স জানিয়েছেন, উইকেট কন্ডিশন দেখে চূড়ান্ত একাদশ ঠিক করা হবে—“তিন পেসার না তিন স্পিনার, সেটা ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেব।”

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন, বুধবার, বাংলাদেশ সময় সকাল ১০:৩০টায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

মিরাজের ফেরা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। প্রথম ম্যাচের সাহসী পারফরম্যান্সের পর বাংলাদেশ এবার চোখ রাখছে সিরিজ জয়ে। তবে সেটি সম্ভব হবে সঠিক কম্বিনেশন, ফোকাস এবং আগ্রাসী মনোভাব ধরে রাখতে পারলে।

সম্ভাব্য একাদশ:

এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন / নাহিদ রানা, হাসান মাহমুদ।