ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে নিহত ২৭

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 37

৫ জানুয়ারী, ২০২৬ তারিখে কলম্বিয়ার কুকুটায় ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার সীমান্তে সামরিক যানবাহনের কাছে দাঁড়িয়ে আছেন একজন সৈনিক [লুইসা গঞ্জালেজ/রয়টার্স]

কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুয়াভিয়ারি অঞ্চলের এল রেতোর্নোতে রোববার (১৮ জানুয়ারি) ঘটে এই রক্তক্ষয়ী ঘটনা। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ হলো কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় নিয়ন্ত্রণ বিস্তার।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সংঘর্ষে নিহতরা ভেরা নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য। অন্যদিকে, দিয়াজের নেতৃত্বাধীন গোষ্ঠী ইতিমধ্যেই কলম্বিয়ার সরকার সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত। সংঘর্ষে আহত বা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভেরার গোষ্ঠীর নেতৃত্বে আছেন নেস্তর গ্রেগোরিও ভেরা, পরিচিত ‘ইভান মরদিস্কো’, আর দিয়াজের গোষ্ঠীর প্রধান আলেক্সান্দার দিয়াজ মেন্দোজা, বা ‘কালারকা কর্দোবা’। দুই গোষ্ঠীই আগে একে অপরের অংশ ছিল, কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে অভ্যন্তরীণ বিরোধের কারণে আলাদা হয়।

প্রসঙ্গত, এই দুই গোষ্ঠীই ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছিল। চুক্তির মাধ্যমে প্রায় ১৩ হাজার ফার্ক সদস্য অস্ত্র ত্যাগ করলেও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এখনো চলমান। কলম্বিয়ার ছয় দশকের সশস্ত্র সংঘাতে এখনও পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এল রেতোর্নোর সংঘাত সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। এই অঞ্চল মাদকপাচার ও অবৈধ খনির অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে নিয়ন্ত্রণ বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলম্বিয়ায় দুই বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে নিহত ২৭

সর্বশেষ আপডেট ১০:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

কলম্বিয়ার মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুয়াভিয়ারি অঞ্চলের এল রেতোর্নোতে রোববার (১৮ জানুয়ারি) ঘটে এই রক্তক্ষয়ী ঘটনা। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের মূল কারণ হলো কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় নিয়ন্ত্রণ বিস্তার।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সংঘর্ষে নিহতরা ভেরা নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য। অন্যদিকে, দিয়াজের নেতৃত্বাধীন গোষ্ঠী ইতিমধ্যেই কলম্বিয়ার সরকার সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত। সংঘর্ষে আহত বা নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভেরার গোষ্ঠীর নেতৃত্বে আছেন নেস্তর গ্রেগোরিও ভেরা, পরিচিত ‘ইভান মরদিস্কো’, আর দিয়াজের গোষ্ঠীর প্রধান আলেক্সান্দার দিয়াজ মেন্দোজা, বা ‘কালারকা কর্দোবা’। দুই গোষ্ঠীই আগে একে অপরের অংশ ছিল, কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে অভ্যন্তরীণ বিরোধের কারণে আলাদা হয়।

প্রসঙ্গত, এই দুই গোষ্ঠীই ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছিল। চুক্তির মাধ্যমে প্রায় ১৩ হাজার ফার্ক সদস্য অস্ত্র ত্যাগ করলেও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব এখনো চলমান। কলম্বিয়ার ছয় দশকের সশস্ত্র সংঘাতে এখনও পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর শান্তি উদ্যোগ বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এল রেতোর্নোর সংঘাত সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী। এই অঞ্চল মাদকপাচার ও অবৈধ খনির অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে নিয়ন্ত্রণ বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে।