ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কর্তৃত্ববাদ বদলাতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে: তথ্য সচিব

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 34

দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পরে ভোটাধিকার প্রয়োগে বাধা থাকার স্মৃতি স্মরণ করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আগামী গণভোটের মাধ্যমে নাগরিকরা নিজেদের অধিকার বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন। সেই অধিকার কার্যকর করতে হলে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। তিনি বলেন, গণভোট হলো জনগণের স্বেচ্ছামূলক অংশগ্রহণের মাধ্যমে সংবিধান ও রাজনৈতিক সংস্কার নিশ্চিত করার প্রক্রিয়া।

সচিব গণভোটের প্রধান বিষয়গুলো ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রী দশ বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারবেন না; সংবিধান সংস্কার করতে হলে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক; গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আবার গণভোট হবে; সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে; ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকবে; বিচার ব্যবস্থা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে; নাগরিকের মৌলিক অধিকার এবং ইন্টারনেট সেবার সীমাহীনতা নিশ্চিত হবে; দণ্ডপ্রাপ্ত অপরাধী ক্ষমা চাইলে কেবল ভুক্তভোগী ক্ষমা দিতে পারবেন, রাষ্ট্রপতি নয়। এসব সংস্কারের জন্য লিখিত দলিল হিসেবে থাকবে জুলাই সনদ।

সচিব নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে দিন। প্রান্তিক জনগোষ্ঠী ভোট বোঝে না, তাদের বুঝিয়ে হ্যাঁ-না ভোটের অর্থ স্পষ্ট করুন। প্রথমবারের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নতুন বাংলাদেশ গড়ার কারিগর; গণভোটে সংস্কারের পক্ষে ভোট দিন।

সচিব আরও উল্লেখ করেন, জেলা তথ্য অফিস ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা এবং ৪,৫৯৮ ইউনিয়নে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি সকল ভোটারকে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। রাজশাহী কলেজে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী সভাপতিত্ব করেন। পরে সচিব পবা উপজেলায় আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্তৃত্ববাদ বদলাতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে: তথ্য সচিব

সর্বশেষ আপডেট ০৬:২৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পরে ভোটাধিকার প্রয়োগে বাধা থাকার স্মৃতি স্মরণ করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আগামী গণভোটের মাধ্যমে নাগরিকরা নিজেদের অধিকার বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন। সেই অধিকার কার্যকর করতে হলে ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। তিনি বলেন, গণভোট হলো জনগণের স্বেচ্ছামূলক অংশগ্রহণের মাধ্যমে সংবিধান ও রাজনৈতিক সংস্কার নিশ্চিত করার প্রক্রিয়া।

সচিব গণভোটের প্রধান বিষয়গুলো ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রী দশ বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারবেন না; সংবিধান সংস্কার করতে হলে জনগণের মতামত নেওয়া বাধ্যতামূলক; গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য আবার গণভোট হবে; সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে; ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সংসদে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ থাকবে; বিচার ব্যবস্থা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে; নাগরিকের মৌলিক অধিকার এবং ইন্টারনেট সেবার সীমাহীনতা নিশ্চিত হবে; দণ্ডপ্রাপ্ত অপরাধী ক্ষমা চাইলে কেবল ভুক্তভোগী ক্ষমা দিতে পারবেন, রাষ্ট্রপতি নয়। এসব সংস্কারের জন্য লিখিত দলিল হিসেবে থাকবে জুলাই সনদ।

সচিব নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার ও প্রতিবেশীদের মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে দিন। প্রান্তিক জনগোষ্ঠী ভোট বোঝে না, তাদের বুঝিয়ে হ্যাঁ-না ভোটের অর্থ স্পষ্ট করুন। প্রথমবারের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নতুন বাংলাদেশ গড়ার কারিগর; গণভোটে সংস্কারের পক্ষে ভোট দিন।

সচিব আরও উল্লেখ করেন, জেলা তথ্য অফিস ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা এবং ৪,৫৯৮ ইউনিয়নে প্রচার কার্যক্রম পরিচালনা করছে। সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তিনি সকল ভোটারকে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। রাজশাহী কলেজে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী সভাপতিত্ব করেন। পরে সচিব পবা উপজেলায় আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন।