করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি
- সর্বশেষ আপডেট ০৬:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 101
অবশেষে পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য জানিয়েছেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান।
তিনি বলেন, জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এবং ভারতের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে যাবে।
ভারতের আকাশসীমা ব্যবহার নিয়ে প্রশ্নে তিনি জানিয়েছেন, যেভাবে ভারতীয় বিমান বাংলাদেশে আসতে পারে, বাংলাদেশি বিমানও একইভাবে ভারতের আকাশসীমা ব্যবহার করবে। তবে পাকিস্তানি এয়ারলাইন্সের জন্য ভারতের চলমান সীমাবদ্ধতার কারণে ঢাকা-পাকিস্তান রুটে তাদের ফ্লাইট পরিচালনা আপাতত সম্ভব নয়।
উল্লেখ্য, হাইকমিশনার প্রশিক্ষণরত তরুণ কূটনীতিকদের সঙ্গে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও রাজনীতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সীমিত প্রবেশাধিকার, সীমান্তবাধা ও আঞ্চলিক রাজনীতি অর্থনৈতিক উন্নয়নের বড় প্রতিবন্ধকতা। পাকিস্তান-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো সম্ভব, কিন্তু সরাসরি যোগাযোগের অভাব বড় চ্যালেঞ্জ। অতীতে রেল যোগাযোগের কারণে বাণিজ্য সহজ ছিল, এখন কিছু পণ্য দীর্ঘ পথ ঘুরে পৌঁছাচ্ছে।
ইকবাল হুসাইন খান আরও জানান, দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম উচ্চাকাঙ্ক্ষী ও পরিবর্তনের প্রতি আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সঙ্গে আঞ্চলিক সংযোগ বাড়বে এবং অর্থনৈতিক অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি হবে।


































