প্রতিবেদন পাওয়ার পর নতুন পে-স্কেলের সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৬:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 37
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, পে-স্কেল বিষয়ে ২১ সদস্যের কমিশন বিস্তারিতভাবে পর্যালোচনা করছেন এবং খুব শিগগিরই তাদের প্রতিবেদন জমা দেবে।
ড. সালেহউদ্দিন বলেন, “কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বিভিন্ন পক্ষ তাদের মতামত ও প্রস্তাব কমিশনের কাছে জানিয়েছে—কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে। সব দিক বিবেচনা করে সুপারিশ প্রস্তুত করা হচ্ছে।”
তিনি আরও জানান, নতুন পে-স্কেল অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত রিপোর্ট হাতে আসার পর জানানো যাবে। “এখন ২১ সদস্য সব তথ্য বিশ্লেষণ করছেন। জুডিশিয়ারির প্রতিবেদন আলাদাভাবে আসবে, ডিফেন্স সংক্রান্ত একটি সাব-কমিটিও রয়েছে,” বলেন তিনি।
অর্থ উপদেষ্টা পে-স্কেল নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্যের প্রসঙ্গে বলেন, “পে-স্কেলের বিষয়ে গভর্নরের কিছু নেই। গভর্নর শুধু ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।”




































