ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কনস্যুলেট ভাঙচুর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অভিযোগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 95

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলার ঘটনাকে কেন্দ্র করে কনস্যুলেট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।

গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে কনস্যুলেটের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশ নেন।

কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাইরে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান, গালিগালাজ এবং অতিথিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ নানা উসকানিমূলক কর্মকাণ্ড চালায়। তারা কনস্যুলেট ভবনের প্রবেশপথের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেখানে ফাটলও সৃষ্টি হয়।

নিউইয়র্ক পুলিশ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিলেও হামলার সময় কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যা পরবর্তী আইনি প্রক্রিয়ায় ব্যবহার করা হবে বলে কনস্যুলেট জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীরা প্রধান অতিথিকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করলেও তিনি নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন এবং পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হয়। কনস্যুলেট কর্তৃপক্ষ এ ঘটনায় স্থানীয় পুলিশ, মেয়র কার্যালয় এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ভিন্নধর্মী প্রচারণা চালানো হচ্ছে বলে কনস্যুলেট দাবি করেছে এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কনস্যুলেট ভাঙচুর: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অভিযোগ

সর্বশেষ আপডেট ০৫:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলার ঘটনাকে কেন্দ্র করে কনস্যুলেট কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।

গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে কনস্যুলেটের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশ নেন।

কনস্যুলেটের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বাইরে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান, গালিগালাজ এবং অতিথিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপসহ নানা উসকানিমূলক কর্মকাণ্ড চালায়। তারা কনস্যুলেট ভবনের প্রবেশপথের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেখানে ফাটলও সৃষ্টি হয়।

নিউইয়র্ক পুলিশ আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা নিলেও হামলার সময় কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, যা পরবর্তী আইনি প্রক্রিয়ায় ব্যবহার করা হবে বলে কনস্যুলেট জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীরা প্রধান অতিথিকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করলেও তিনি নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন এবং পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হয়। কনস্যুলেট কর্তৃপক্ষ এ ঘটনায় স্থানীয় পুলিশ, মেয়র কার্যালয় এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ভিন্নধর্মী প্রচারণা চালানো হচ্ছে বলে কনস্যুলেট দাবি করেছে এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।