ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে ১২ ঘণ্টায় ৫৫ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 225

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের অন্তত ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর চকরিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনার পরই পুরো জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই অভিযান শুরু করে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. মনজুর, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাবেক এমপি জাফর আলমের ভাগনে হাসান আল বশির, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, লেমশীখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন, কক্সবাজার পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান সহ আরও অনেক নেতাকর্মী।

বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত তার বিরুদ্ধে ৭টি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড দেওয়া হয়েছে।

জাফর আলম বর্তমানে চকরিয়া ও পেকুয়ার অন্তত ৭ মামলার আসামি। এসব মামলার মধ্যে সহিংসতা, অবরোধ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উল্লেখ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে ১২ ঘণ্টায় ৫৫ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১২ ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের অন্তত ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর চকরিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনার পরই পুরো জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এই অভিযান শুরু করে পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম. মনজুর, চকরিয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাবেক এমপি জাফর আলমের ভাগনে হাসান আল বশির, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন, লেমশীখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল আমিন, কক্সবাজার পৌর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান সহ আরও অনেক নেতাকর্মী।

বুধবার সকাল ৮টার দিকে সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালত তার বিরুদ্ধে ৭টি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড দেওয়া হয়েছে।

জাফর আলম বর্তমানে চকরিয়া ও পেকুয়ার অন্তত ৭ মামলার আসামি। এসব মামলার মধ্যে সহিংসতা, অবরোধ, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উল্লেখ রয়েছে।