কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
- সর্বশেষ আপডেট ০২:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / 163
কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ।
মঙ্গলবার (৫ আগস্ট) এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলেও, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, আজই ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি। ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সেই গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। তার পরপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘জুলাই ঘোষণাপত্র’ এবং ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন ও প্রকাশ। সেই অনুযায়ী, আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে পাঠ করা হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।
উল্লেখযোগ্য, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতৃত্বেই সেই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। পরবর্তীতে ওই প্ল্যাটফর্মের শীর্ষ সমন্বয়কারীদের নিয়েই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

































