ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 180

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে। ঘটনাস্থল থেকে দুই নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন।”

পুলিশ হেফাজতে থাকা চারজন হলেন— মৃত রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং স্থানীয় দুই নারী মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রুবেল নিজ জেলা নওগাঁ থেকে প্রাইভেটকারে কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি কলাতলীর হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে উঠেছিলেন। চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজারে অবস্থান করছিলেন। পরে ২০ অক্টোবর তার চার বন্ধু কক্সবাজার এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার রাতে তারা একসঙ্গে ৪০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। রাতের শেষভাগে রুবেল অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলেছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের রহস্যজনক মৃত্যু

সর্বশেষ আপডেট ০৮:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে। ঘটনাস্থল থেকে দুই নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, “ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুবেল অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন।”

পুলিশ হেফাজতে থাকা চারজন হলেন— মৃত রুবেলের বন্ধু মো. মামুন (৪৮), মো. মোতালেব (৩৬) এবং স্থানীয় দুই নারী মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রুবেল নিজ জেলা নওগাঁ থেকে প্রাইভেটকারে কক্সবাজারে বেড়াতে আসেন। তিনি কলাতলীর হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে উঠেছিলেন। চালক ফিরে গেলেও রুবেল কক্সবাজারে অবস্থান করছিলেন। পরে ২০ অক্টোবর তার চার বন্ধু কক্সবাজার এসে একই হোটেলে ওঠেন।

মঙ্গলবার রাতে তারা একসঙ্গে ৪০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। রাতের শেষভাগে রুবেল অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলেছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে।