ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে প্রাণ গেল আরেক বন্ধুর

সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ০২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 703

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে প্রাণ গেল আরেক বন্ধুর

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটক মোহাম্মদ রাজীবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ রাজীব (২৮) চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঈদের ছুটিতে পাঁচ বন্ধু চট্টগ্রাম থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। রোববার বিকেলে বন্ধুদের একজন সৈকতে গোসলে নেমে বিপদে পড়লে বাঁচাতে এগিয়ে যান অন্যরা। বিপদে পড়া সেই বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান মোহাম্মদ রাজীব। সাত ঘণ্টা পর রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে পাওয়া যায় রাজীবের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজীবের নিকটাত্মীয় কাজী হান্নান আহমেদ উৎস বলেন, আমার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন। বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কক্সবাজার সৈকতে বন্ধুকে বাঁচাতে প্রাণ গেল আরেক বন্ধুর

সর্বশেষ আপডেট ০২:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ পর্যটক মোহাম্মদ রাজীবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ রাজীব (২৮) চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঈদের ছুটিতে পাঁচ বন্ধু চট্টগ্রাম থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। রোববার বিকেলে বন্ধুদের একজন সৈকতে গোসলে নেমে বিপদে পড়লে বাঁচাতে এগিয়ে যান অন্যরা। বিপদে পড়া সেই বন্ধু রক্ষা পেলেও সমুদ্রে ভেসে যান মোহাম্মদ রাজীব। সাত ঘণ্টা পর রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে পাওয়া যায় রাজীবের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজীবের নিকটাত্মীয় কাজী হান্নান আহমেদ উৎস বলেন, আমার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন। বন্ধুদের সঙ্গে তিনি বেড়াতে গিয়েছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।