ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণের ঘটনায় বৈষম্য বিরোধী নেতা টঙ্গীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 220

বৈষম্য বিরোধী নেতা টঙ্গীতে গ্রেপ্তার

টঙ্গীর একটি কারখানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে তাকে আটক করা হয়।

গত ২৩ মে টঙ্গীর সেটাং টেক্সটাইল লিমিটেড কারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার সময় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের হয়।

তদন্তে নামে যৌথ বাহিনী এবং তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসহাক রুহুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সক্রিয় ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক জানিয়েছেন, তিনি বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং একটি ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। তবে তার সরাসরি সংশ্লিষ্টতা তদন্তাধীন।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, “ইসহাককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে যৌথ বাহিনীর অভিযান ও তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ককটেল বিস্ফোরণের ঘটনায় বৈষম্য বিরোধী নেতা টঙ্গীতে গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

টঙ্গীর একটি কারখানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা ইসহাক রুহুল্লাহকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) ভোরে তাকে আটক করা হয়।

গত ২৩ মে টঙ্গীর সেটাং টেক্সটাইল লিমিটেড কারখানায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার সময় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের হয়।

তদন্তে নামে যৌথ বাহিনী এবং তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসহাক রুহুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সক্রিয় ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসহাক জানিয়েছেন, তিনি বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং একটি ‘অ্যান্টি-ফ্যাসিস্ট’ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন। তবে তার সরাসরি সংশ্লিষ্টতা তদন্তাধীন।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব বলেন, “ইসহাককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে যৌথ বাহিনীর অভিযান ও তদন্ত চলছে।