ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল
- সর্বশেষ আপডেট ০৪:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / 50
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কাজ পর্যবেক্ষণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে দীর্ঘ মেয়াদে রাখতে আগ্রহী হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, আশরাফুল জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। তিনি চুক্তির মেয়াদ নিয়ে বিস্তারিত কিছু না বললেও, জাতীয় দলের একটি সূত্র জানিয়েছে—চট্টগ্রামে সিরিজ শেষে আশরাফুলের সঙ্গে কথা হয়েছে এবং আলোচনায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির বিষয়ে দুই পক্ষই মত দিয়েছে।
সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। বিপিএলে রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। গ্লোবাল টি–২০ লিগে রংপুরের সহকারী কোচ হিসেবেও যুক্ত ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও দায়িত্বে থাকছেন বলে জানিয়েছেন ফাহিম।
৬ ডিসেম্বর থেকে টি–২০ ও ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে মিরপুরে এক সপ্তাহের ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ আশরাফুল উপস্থিত থাকবেন।
































