ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওমানের ওয়ার্ক ভিসা চালু হচ্ছে শিগগিরই

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 19

গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন উপদেষ্টা।

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় তিনি অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

সাক্ষাতে উপদেষ্টা ওমানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী- যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্স- প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য জারি থাকা ভিসা স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।

জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

এ ছাড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্যও তিনি ওমানের শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ওমানের ওয়ার্ক ভিসা চালু হচ্ছে শিগগিরই

সর্বশেষ আপডেট ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় তিনি অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

সাক্ষাতে উপদেষ্টা ওমানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মী- যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্স- প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন। পাশাপাশি অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য জারি থাকা ভিসা স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।

জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

এ ছাড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্যও তিনি ওমানের শ্রমমন্ত্রীকে আমন্ত্রণ জানান।