শিরোনাম
ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, ওমান
- সর্বশেষ আপডেট ০৮:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 150
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে ঘটেছে।
নিহত সকলের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে। এর মধ্যে পাঁচজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি।
মরদেহগুলো বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
ওমানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা বেশি। দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিত।






































