রাধিকা আপ্তের ওজন বেড়ে যাওয়ায় কাজ হারানো ও মানসিক চাপ
- সর্বশেষ আপডেট ০৫:২৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 108
চেহারা ও ফিটনেস নিয়ে বিনোদন জগতে নায়ক-নায়িকাদের প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়। মা হওয়ার পরও ওজন বাড়ার কারণে যেমন সমালোচিত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তেমনই ক্যারিয়ারের শুরুতে ওজন বেড়ে যাওয়ায় বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছিল অভিনেত্রী রাধিকা আপ্তের। সম্প্রতি তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।
ক্যারিয়ারের শুরুতে একটি বড় প্রযোজনা সংস্থার ছবিতে সুযোগ পান রাধিকা। শুটিংয়ের আগে ভ্রমণে যাওয়ার কারণে তিনি জানিয়ে দিয়েছিলেন, ভ্রমণের সময়ে ডায়েট পালন করবেন না, ফলে সাময়িকভাবে ওজন বেড়ে যেতে পারে। তবে ফিরে এসে ওজন কমিয়ে নেবেন বলে আশ্বস্ত করেছিলেন।

ভ্রমণ শেষে রাধিকার ওজন প্রায় চার কেজি বেড়ে যায়। বয়স কম এবং মেটাবলিজম ভালো থাকার কারণে তিনি বিশ্বাস করতেন, দ্রুত ওজন কমানো সম্ভব। কিন্তু সেই সুযোগ আর দেওয়া হয়নি। ফিরে এসে তার ফটোশুট করা হয় এবং ছবিতে তাকে ‘মোটা’ দেখানো হয়—এই কারণে তাকে বাদ দেওয়া হয়। পরে ছবিতে অন্য নায়িকা থাকেন এবং সেটি বক্স অফিসে সাফল্যও পায়।
রাধিকা জানান, তখন এই ঘটনা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। ওজন বেড়ে গেলে তিনি আতঙ্কিত হতেন এবং মনে হতো এখনই ওজন কমাতে হবে। মানসিক চাপ কমাতে পরবর্তীতে তিনি মনোবিদের সাহায্য নেন।
সন্তান হওয়ার পরও ওজন বাড়লেও এবার আগের মতো ভয় কাজ করেনি। পরিবর্তিত চেহারা নিয়েই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে শুটিং ফ্লোরে ফিরেছেন। এখন রাধিকার উপলব্ধি—সেই প্রাথমিক ধাক্কাই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে। তার কথায়, তখন যা কষ্টের ছিল, সেটাই আজ তাকে শিক্ষা দিয়েছে।






































