ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক, মাগুরা
  • সর্বশেষ আপডেট ০১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 58

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচ তলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাব রেজিস্টারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানায়, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা

সর্বশেষ আপডেট ০১:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচ তলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাব রেজিস্টারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানায়, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।