এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৫:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 85
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও ফ্লাইটের অবতরণের ক্লিয়ারেন্স দিয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর বেবিচকের ফ্লাইট সেফটি রেগুলেশন (এফএসআর) বিভাগ প্রক্রিয়াটি শেষ করেছে। ফলে যেকোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করতে পারে।
প্রাথমিকভাবে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি বাতিল হয়। পরে কাতার সরকারের সহায়তায় জার্মানি থেকে নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছে। এর ক্লিয়ারেন্স সংক্রান্ত নথি ইতোমধ্যে সরকারি সংস্থার হাতে পৌঁছেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্ট হিসেবে বিবেচনা করে এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং ও টেকঅফ পর্যন্ত সব নিরাপত্তা এবং অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় নিশ্চিতকরণের পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ জানান, সব ধরনের পেপারওয়ার্ক সম্পন্ন হয়েছে। ফ্লাইটটি মূলত শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে আসার কথা ছিল, তবে যাত্রার তারিখ পরিবর্তন হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এ মুহূর্তে নতুন কোনো তারিখ বলা সম্ভব নয়। এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যেকোনো দিন তাকে নেওয়া হবে।”
চেয়ারপারসনের একজন চিকিৎসক জানান, “ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন ধরে অপরিবর্তিত। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি শারীরিক অবস্থার সঙ্গে ফ্লাইটের উপযুক্ততা বিবেচনা করা হচ্ছে।”
বিএনপি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার সময়সূচি ৬ ডিসেম্বর থেকে পরিবর্তন করে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি ১০ ডিসেম্বর রাখা হয়েছে।
































