ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এমপিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 35

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্যদের দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কড়া সমালোচনা করেছেন।

সোমবার ((১২ জানুয়ারি)পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তিনি বলেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখেন, সহযোগীরা ২৫ ভাগ নেন, ঠিকাদাররা ২০ ভাগ পকেটে দেন, আর মাত্র ৫ ভাগ অর্থ কাজে লাগে। তিনি বলেন, এমপি যদি সৎ থাকেন, ঠিকাদারের চুরি করার সুযোগ থাকে না।

রুমিন ফারহানা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, তারা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালাচ্ছেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব। এছাড়া পানিশ্বরের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এলাকাবাসী ভোট দিয়ে তাকে জেতাবে, যেমন তার বাবাকে জিতিয়েছিলেন।

বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এমপিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার

সর্বশেষ আপডেট ০৯:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদ সদস্যদের দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কড়া সমালোচনা করেছেন।

সোমবার ((১২ জানুয়ারি)পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে তিনি বলেন, এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০ ভাগ নিজেরা রাখেন, সহযোগীরা ২৫ ভাগ নেন, ঠিকাদাররা ২০ ভাগ পকেটে দেন, আর মাত্র ৫ ভাগ অর্থ কাজে লাগে। তিনি বলেন, এমপি যদি সৎ থাকেন, ঠিকাদারের চুরি করার সুযোগ থাকে না।

রুমিন ফারহানা প্রবাসীদের অবদান তুলে ধরে বলেন, তারা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালাচ্ছেন এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব। এছাড়া পানিশ্বরের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এলাকাবাসী ভোট দিয়ে তাকে জেতাবে, যেমন তার বাবাকে জিতিয়েছিলেন।

বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।