এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৬:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 102
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ বা সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। পাশাপাশি দাবি বাস্তবায়নের সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা এসেছে।
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “আজ রাতের মধ্যে যদি সরকার প্রজ্ঞাপন না দেয় বা কোনো ইতিবাচক ঘোষণা না আসে, তাহলে লং মার্চসহ চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।”
এর আগে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। একই সময় শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তারা আশা করছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আসবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।
































