ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার সড়কপথে গাজার উদ্দেশে ১৫০০ অধিকারকর্মী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 186

এবার সড়কপথে গাজার উদ্দেশে ১৫০০ অধিকারকর্মী

ফিলিস্তিনের গাজার অবরোধ ভাঙতে শত শত অধিকারকর্মী সড়কপথে উপত্যকার দিকে যাত্রা শুরু করেছেন। ‘অবিচলিত’ নামের এই মানবাধিকার বহরটি তিউনিশিয়ার রাজধানী থেকে রওনা দিয়ে ইতোমধ্যেই লিবিয়ার ত্রিপোলিতে পৌঁছেছে।

এই বহরে অংশ নিয়েছেন অন্তত ১ হাজার ৫০০ অধিকারকর্মী, যাঁরা আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও তিউনিশিয়ার নাগরিক। লিবিয়া থেকেও আরও অনেক কর্মী এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বহরটিতে রয়েছে শতাধিক গাড়ি ও কয়েক ডজন বাস।

বর্তমানে বহরটি লিবিয়ার জাউইয়া শহরে অবস্থান করছে। পরিকল্পনা অনুযায়ী, তারা সেখান থেকে মিশরের রাজধানী কায়রো হয়ে রাফা সীমান্ত ক্রসিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। লক্ষ্য—গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছানো এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

ত্রিপোলিতে পৌঁছালে বহরটির সদস্যদের স্বাগত জানায় হাজারো মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে স্থানীয় পুলিশ। বহরে থাকা আলজেরীয় অধিকারকর্মী জামিলা শরিতাহ জানিয়েছেন, তিউনিশিয়া ও লিবিয়া কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করছে। আরেকজন সদস্য, জায়েদ আল-হামামি বলেন, “আমাদের উদ্দেশ্য রাফা ক্রসিং খুলে দেওয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি আদায় করা।”

তবে বহরের মিশরে প্রবেশের বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বুধবার রাত পর্যন্ত তাদের প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সংলগ্ন আরিশ শহর এবং রাফাহ সীমান্তে যাওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের অনুমতি নিতে হবে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই বহরকে গাজায় ঢুকতে দেওয়া হবে না, কারণ এতে তাদের সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বহরটি থামাতে মিশরকেও আহ্বান জানিয়েছে ইসরাইল।

এর আগে ৯ জুন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘ম্যাডলিনা’ নামের একটি জাহাজ, যাতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন অধিকারকর্মী ছিলেন, গাজার উদ্দেশে ইতালি থেকে রওনা দেয়। কিন্তু আন্তর্জাতিক জলসীমা থেকে সেটি দখলে নেয় ইসরাইলি নৌবাহিনী এবং পরে ইসরাইলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনো ইসরাইলে আটকা আছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার সড়কপথে গাজার উদ্দেশে ১৫০০ অধিকারকর্মী

সর্বশেষ আপডেট ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ফিলিস্তিনের গাজার অবরোধ ভাঙতে শত শত অধিকারকর্মী সড়কপথে উপত্যকার দিকে যাত্রা শুরু করেছেন। ‘অবিচলিত’ নামের এই মানবাধিকার বহরটি তিউনিশিয়ার রাজধানী থেকে রওনা দিয়ে ইতোমধ্যেই লিবিয়ার ত্রিপোলিতে পৌঁছেছে।

এই বহরে অংশ নিয়েছেন অন্তত ১ হাজার ৫০০ অধিকারকর্মী, যাঁরা আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও তিউনিশিয়ার নাগরিক। লিবিয়া থেকেও আরও অনেক কর্মী এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বহরটিতে রয়েছে শতাধিক গাড়ি ও কয়েক ডজন বাস।

বর্তমানে বহরটি লিবিয়ার জাউইয়া শহরে অবস্থান করছে। পরিকল্পনা অনুযায়ী, তারা সেখান থেকে মিশরের রাজধানী কায়রো হয়ে রাফা সীমান্ত ক্রসিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। লক্ষ্য—গাজার দিকে মানবিক সহায়তা পৌঁছানো এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।

ত্রিপোলিতে পৌঁছালে বহরটির সদস্যদের স্বাগত জানায় হাজারো মানুষ। নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে স্থানীয় পুলিশ। বহরে থাকা আলজেরীয় অধিকারকর্মী জামিলা শরিতাহ জানিয়েছেন, তিউনিশিয়া ও লিবিয়া কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করছে। আরেকজন সদস্য, জায়েদ আল-হামামি বলেন, “আমাদের উদ্দেশ্য রাফা ক্রসিং খুলে দেওয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি আদায় করা।”

তবে বহরের মিশরে প্রবেশের বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। বুধবার রাত পর্যন্ত তাদের প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সংলগ্ন আরিশ শহর এবং রাফাহ সীমান্তে যাওয়ার জন্য বিদেশি প্রতিনিধিদের অনুমতি নিতে হবে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, এই বহরকে গাজায় ঢুকতে দেওয়া হবে না, কারণ এতে তাদের সেনাবাহিনী নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। বহরটি থামাতে মিশরকেও আহ্বান জানিয়েছে ইসরাইল।

এর আগে ৯ জুন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘ম্যাডলিনা’ নামের একটি জাহাজ, যাতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন অধিকারকর্মী ছিলেন, গাজার উদ্দেশে ইতালি থেকে রওনা দেয়। কিন্তু আন্তর্জাতিক জলসীমা থেকে সেটি দখলে নেয় ইসরাইলি নৌবাহিনী এবং পরে ইসরাইলে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনকে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনো ইসরাইলে আটকা আছেন।