ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 64

এবার নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “এবারের নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না। ভোটের সময় মানুষকে ভয় দেখিয়ে প্রভাবিত করার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবে। সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত ব্যক্তি নির্বাচিত হলে এলাকার সঠিক ও সুষম উন্নয়ন নিশ্চিত হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান আরও বলেন, “আগামীকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা এবং দেশের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। আমরা আশা করি, নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষম ও সমান সুযোগ নিশ্চিত করবে।”

তিনি যোগ করেন, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। আমরা সব দল মিলে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানপন্থী সব দল এক হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে। বিভেদের জালে আটকালেই ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।”

রাশেদ খান বলেন, “আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনীতি করব, ভোটের মাঠে প্রতিযোগিতা করব। তবে হিংসা ছড়ানো থেকে বিরত থাকাও আমাদের দায়িত্ব। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, সব রাজনৈতিক দলের দায়িত্ব।”

এর আগে বিকেলে নারায়ণকান্দি গ্রামে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। অনুষ্ঠানে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না

সর্বশেষ আপডেট ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “এবারের নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না। ভোটের সময় মানুষকে ভয় দেখিয়ে প্রভাবিত করার সুযোগ থাকবে না। ইনশাআল্লাহ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবে। সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত ব্যক্তি নির্বাচিত হলে এলাকার সঠিক ও সুষম উন্নয়ন নিশ্চিত হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান আরও বলেন, “আগামীকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা এবং দেশের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। আমরা আশা করি, নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষম ও সমান সুযোগ নিশ্চিত করবে।”

তিনি যোগ করেন, “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। আমরা সব দল মিলে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানপন্থী সব দল এক হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবে। বিভেদের জালে আটকালেই ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।”

রাশেদ খান বলেন, “আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনীতি করব, ভোটের মাঠে প্রতিযোগিতা করব। তবে হিংসা ছড়ানো থেকে বিরত থাকাও আমাদের দায়িত্ব। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, সব রাজনৈতিক দলের দায়িত্ব।”

এর আগে বিকেলে নারায়ণকান্দি গ্রামে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। অনুষ্ঠানে জেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।