শিরোনাম
এবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ১২:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 79
নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এতে বলা হয়, সম্প্রতি এএইচসিআই চট্টগ্রামে ঘটে যাওয়া নিরাপত্তাজনিত ঘটনার কারণে আইভেক চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম আজ (রোববার, ২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
পরিস্থিতি পর্যালোচনা করার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি–জেএফপি)।
































