ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার কি নোরা ফুটবলারের প্রেমে?

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 131

নোরা ফাতেহি

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি, যিনি মরোক্কোর পরিবারে বড় হয়েছেন, বলিউডে প্রায় এক দশকের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর কর্মজীবনকে কেন্দ্র করে নিয়মিত চর্চা চলে আসছে। এবার নতুন প্রেমের গুঞ্জনেও তিনি আবার আলোচনার কেন্দ্রে আছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বলিউডে দীর্ঘ সময় কাজের পরও নোরার প্রেমের বিষয়ে তেমন গুঞ্জন শোনা যায়নি। এর আগে শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির কারণে সম্পর্ক নিয়ে আলোচনা হয়, তবে সেটি এখন অতীত। বর্তমানে গুঞ্জন উঠেছে, নোরা ফাতেহি এবার এক ফুটবলারের প্রেমে পড়েছেন।

নোরা ফাতেহি

খবরে বলা হয়েছে, নোরা বছর শেষে মরোক্কো সফরে যান। এই সফর কেবল মা–বাবার সঙ্গে দেখা করার জন্য নয়, সেখানে তিনি কথিত প্রেমিক ফুটবলারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন বলেও শোনা যাচ্ছে। এর আগে দুবাইয়ে একাধিকবার নোরাকে ওই ফুটবলারের সঙ্গে দেখা গেছে। আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘আফ্রিকা কাপ অব নেশনস’-এ অংশ নেবেন নোরার কথিত প্রেমিক। গ্যালারিতে বসে তার খেলা দেখাতেই নোরার এই সফর, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।

একই সময়, গত ২১ ডিসেম্বর দুপুরে একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর তিনি বলেন,
“এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাত, ফোলা এবং হালকা কনকাশন ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”

নোরা ফাতেহি বর্তমানে সুস্থ রয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এবার কি নোরা ফুটবলারের প্রেমে?

সর্বশেষ আপডেট ০২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

কানাডায় জন্ম নেওয়া নোরা ফাতেহি, যিনি মরোক্কোর পরিবারে বড় হয়েছেন, বলিউডে প্রায় এক দশকের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বলিউডে তাঁর কর্মজীবনকে কেন্দ্র করে নিয়মিত চর্চা চলে আসছে। এবার নতুন প্রেমের গুঞ্জনেও তিনি আবার আলোচনার কেন্দ্রে আছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বলিউডে দীর্ঘ সময় কাজের পরও নোরার প্রেমের বিষয়ে তেমন গুঞ্জন শোনা যায়নি। এর আগে শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক কেলেঙ্কারির কারণে সম্পর্ক নিয়ে আলোচনা হয়, তবে সেটি এখন অতীত। বর্তমানে গুঞ্জন উঠেছে, নোরা ফাতেহি এবার এক ফুটবলারের প্রেমে পড়েছেন।

নোরা ফাতেহি

খবরে বলা হয়েছে, নোরা বছর শেষে মরোক্কো সফরে যান। এই সফর কেবল মা–বাবার সঙ্গে দেখা করার জন্য নয়, সেখানে তিনি কথিত প্রেমিক ফুটবলারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন বলেও শোনা যাচ্ছে। এর আগে দুবাইয়ে একাধিকবার নোরাকে ওই ফুটবলারের সঙ্গে দেখা গেছে। আগামী ২১ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘আফ্রিকা কাপ অব নেশনস’-এ অংশ নেবেন নোরার কথিত প্রেমিক। গ্যালারিতে বসে তার খেলা দেখাতেই নোরার এই সফর, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের।

একই সময়, গত ২১ ডিসেম্বর দুপুরে একটি কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে নোরা ফাতেহি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর তিনি বলেন,
“এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং আমার গাড়িকে সজোরে ধাক্কা দেন। ধাক্কার তীব্রতায় আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি এবং জানালার সঙ্গে মাথায় আঘাত পাই। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাত, ফোলা এবং হালকা কনকাশন ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই সবাইকে অনুরোধ করছি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।”

নোরা ফাতেহি বর্তমানে সুস্থ রয়েছেন এবং তার পরবর্তী কর্মসূচি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।