ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির প্রথম দফার তালিকায় নেই রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 87

এনসিপির প্রথম দফার তালিকায় নেই রিকশাচালক সুজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম ধাপের প্রাথমিতিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা রিকশাচালক মোহাম্মদ সুজনের নাম এই তালিকায় নেই।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনের প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালানো সুজন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের স্যালুট জানিয়ে তিনি সারা দেশে পরিচিতি পান। মনোনয়ন ফরম সংগ্রহের দিন সুজন জানিয়েছিলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমার পরিচিতি সবচেয়ে বেশি, তাই এই আসন থেকেই নির্বাচন করতে চাই।”

সেদিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তার হাতে ফরম তুলে দিয়েছিলেন।

দলের একটি সূত্র জানায়, প্রাথমিক তালিকায় সুজনের নাম রাখা না হলেও ঢাকা-৮ আসনটি এখনও খালি আছে। এনসিপির নেতারা বলেন, পরবর্তী ধাপে বাকি আসনগুলো ঘোষণা করা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা সম্পন্ন হলে সব আসনের নাম চূড়ান্ত করা হবে। চলতি মাসেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে দলের।

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস, আর জামায়াতে ইসলামী থেকে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপির প্রথম দফার তালিকায় নেই রিকশাচালক সুজন

সর্বশেষ আপডেট ০৬:২৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম ধাপের প্রাথমিতিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা রিকশাচালক মোহাম্মদ সুজনের নাম এই তালিকায় নেই।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনের প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

গত ২০ নভেম্বর ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালানো সুজন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় তাদের স্যালুট জানিয়ে তিনি সারা দেশে পরিচিতি পান। মনোনয়ন ফরম সংগ্রহের দিন সুজন জানিয়েছিলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমার পরিচিতি সবচেয়ে বেশি, তাই এই আসন থেকেই নির্বাচন করতে চাই।”

সেদিন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা তার হাতে ফরম তুলে দিয়েছিলেন।

দলের একটি সূত্র জানায়, প্রাথমিক তালিকায় সুজনের নাম রাখা না হলেও ঢাকা-৮ আসনটি এখনও খালি আছে। এনসিপির নেতারা বলেন, পরবর্তী ধাপে বাকি আসনগুলো ঘোষণা করা হবে। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা সম্পন্ন হলে সব আসনের নাম চূড়ান্ত করা হবে। চলতি মাসেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে দলের।

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস, আর জামায়াতে ইসলামী থেকে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।