এনসিপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৬:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 53
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বে তিন দলের নতুন রাজনৈতিক জোট ঘোষণা করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
জোটে এনসিপির পাশাপাশি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অন্তর্ভুক্ত। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও কিছু দল এই জোটে যোগ দিতে পারে। তবে গণঅধিকার পরিষদকে নিয়ে আলোচনা থাকলেও তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আগামী নির্বাচনে জোট মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিনসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি।
































