শিরোনাম
এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 63
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল থাকলেও এখনো শঙ্কামুক্ত বা ‘আউট অব ডেঞ্জার’ নন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “উনি এখনো শঙ্কামুক্ত নন। আগের অবস্থাই এখনো অপরিবর্তিত। স্টেবল আছেন, কিন্তু এখনও উন্নতি হয়নি। মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে খায়রুল কবির খোকন বলেন, “এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি সম্পূর্ণভাবে উনার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। আমাদের মেডিকেল টিম এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

































