এখনই অবসর নিচ্ছেন না সুনীল ছেত্রী
- সর্বশেষ আপডেট ১১:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 88
ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রী এখনই বুটজোড়া তুলে রাখছেন না। ৪১ বছর বয়সেও মাঠে দেখা যাবে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে। বেঙ্গালুরু এফসি বুধবার জানায়, ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন ছেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, “ছেত্রী, বেঙ্গালুরু—সহজে বলতে গেলে।” এতে স্পষ্ট হয়, ভারতের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা ক্লাব ফুটবলে এখনও সক্রিয় থাকছেন।
২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর জার্সিতে খেলে আসছেন ছেত্রী। এর মধ্যে ২০১৫-১৬ মৌসুমে খেলেছিলেন মুম্বাই সিটি এফসিতে, তবে ২০১৬ সালে লোনে ফিরে আসার পর থেকে আর দল পরিবর্তন করেননি।
যদিও নতুন চুক্তির মেয়াদ ও আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি, তবে ক্লাব সূত্রে জানা গেছে—সুনীল নিজেও এই চুক্তিতে সন্তুষ্ট।
উল্লেখ্য, গত আগস্টে আইএসএল নিয়ে অনিশ্চয়তার কারণে বেঙ্গালুরু এফসি সাময়িকভাবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের চুক্তি স্থগিত করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাবটি নতুনভাবে দল সাজাতে শুরু করে। সেই পুনর্গঠনের অংশ হিসেবেই ছেত্রীর ওপর আবারও আস্থা রাখল বেঙ্গালুরু এফসি।
































