শিরোনাম
একটা তুমি চাই
শিল্প সাহিত্য ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 463
একটা তুমি চাই
– জান্নাত তায়েবা
একটা তুমি চাই,যেই মানুষটা আমাকে
দিনের সূর্যের মতো আলো দিতে পারবে।
একটা তুমি চাই,
যেই মানুষটা আমাকে রাতের
চাঁদের মতো আলো দিতে পারবে।
একটা তুৃমি চাই, অন্ধকার মুহূর্তগুলো
আলোকিত করতে পারবে।
একটা তুমি চাই,
যে মানুষটার হাসি আমাকে
হাজার স্বপ্ন দেখাবে।
একটা তুমি চাই,
মানুষটা আমাকে
সুখের বিভাজন গুনতে সাহায্য করবে।
একটা তুমি চাই,
যে মানুষটা বৃষ্টির দিনে
চিঠি লিখতে সাহায্য করবে।
একটা তুমি চাই,
আমার নিহত আত্মার নিরব কান্না শুনবে।
একটা তুমি চাই,
আমার অনুভূতির ওজন মাপার জন্য,
একটা তুমি চাই,
একটা ফুলের বাগান সাজিয়ে দেওয়ার জন্য।





































