একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে ইসি
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 182
একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসেছে। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে কমিশনের সভা শুরু হয়। এটি বর্তমান ইসির নবম সভা।
চার নির্বাচন কমিশনার; আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ছাড়াও ইসি সচিব আখতার আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, ২০২৫; গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫; এবং বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে।
ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে ইসি এই বৈঠকগুলো শুরু করেছে।































