এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ
- সর্বশেষ আপডেট ০৯:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 119
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এককভাবে তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনি প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এনসিপি কারও মুখোপেক্ষী নয়, কারও ওপর নির্ভরশীল হয়ে রাজনীতি করবে না।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কার সঙ্গে জোট হবে কি হবে না আমরা সেটার ওপর বসে নেই। আমরা সেটার ওপর নির্ভরও করে নেই। আমরা আমাদের মতোই কার্যক্রম করছি এবং আমাদের মতোই প্রস্তুতি নিচ্ছি।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা জোট করব না বলছি না, আমাদের অনেক ভাবতে হবে। জনগণের আমাদের নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদের তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে।’
‘শাপলা’ প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যাখ্যা দিতে হবে। শাপলা যদি দিতে ব্যর্থ হয় বা দিতে না চায়, তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা, সেই প্রশ্ন থেকে যায়। একটা নতুন দলের সঙ্গে বেইনসাফ করলে তো নির্বাচন সুষ্ঠু হবে কিনা প্রশ্ন থেকে যায়।































